বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ড. কামাল চকবাজারের ঘটনাস্থলে যান। সেখানে নিহত ও অগ্নিদ্বগ্ধদ স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক হোসেন।
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ঘটনাস্থল থেকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলানিউজকে আফ্রিক বলেন, ড. কামাল ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন- ‘২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছিল। তখনই সিদ্ধান্ত হয়েছিল ওই এলাকায় কেমিক্যাল গোডাউন থাকবে না। কিন্তু এবারও দেখা গেলো সেই কেমিক্যাল গোডাউনের কারণে ক্ষতি ও প্রাণহানি হলো। এ বিষয়ে প্রশাসন ও সিটি করপোরেশন আগে থেকে ব্যবস্থা নিলে এ ধরণের ক্ষতি এড়ানো যেত। ’
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বাংলানিউজকে বলেন, পরিদর্শনের সময় ড. কামাল বলেছেন- ‘এ ঘটনায় শুধু সরকারকে দোষারোপ করলে হবে না। সবাইকে নিয়ে দুর্যোগ মোকাবেলা করতে হবে। ’
তিনি (ড. কামাল) আরও বলেন, ‘নিমতলীয় ঘটনার পরে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল এবং তদন্ত কমিটি যে সুপারিশ করেছিল তা যথাযথভাবে পালন করা হয়নি। এবার তদন্ত কমিটি হয়েছে তারা যে সুপারিশ করবে তা যেন সঠিকভাবে পালন করা হয়। যাতে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আর না ঘটে। ’
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
এমএইচ/এসআরএস