ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনসহ দুর্ঘটনার সার্বিক বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে এই কমিটি।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করবে তদন্ত কমিটির সদস্যরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে আহ্ববায়ক করে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক, ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একজন প্রতিনিধি, যুগ্ম সচিব পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একজন প্রতিনিধি এবং লালবাগ জোনের উপ পুলিশ কমিশনার।
ভয়াবহ অগ্নিকান্ডের উৎস, কারণসহ সার্বিক বিষয়ে সরেজমিন তদন্ত করে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের এ ঘটনায় সুরক্ষাসেবা বিভাগ সংশ্লিষ্ট জরুরি কার্যক্রম সমন্বয়ের জন্য একটি কন্ট্রোল রুম স্থাপন করেছে। কন্ট্রোল রুমটির সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। কন্ট্রোল রুমের কার্যক্রম চলবে শুক্রবার রাত ১২টা পর্যন্ত।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭০ জন পুড়ে মারা গেছে। চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এর আগে, ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে রাসায়নিক গুদামে আগুন ধরে ১২৪ জন নিহত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
আরএম/এমইউএম/এসআরএস