বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন লেগে পাঁচটি ভবনসহ রাস্তার যানবাহনও পুড়ে যায়। আগুনে কমপক্ষে ৭০ জন পুড়ে মারা গেছে।
ভয়াবহ এই ট্র্যাজেডির পর রাতভর অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযান চালিয়ে ১৪ ঘণ্টার পর বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মেজর একেএম শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেছেন, অগ্নিকাণ্ডে ভবনগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এগুলো এখন ব্যবহারেরও অনুপযোগী। ভবনের কলামগুলো দেবে গেছে, রড বের হয়ে গেছে। ধসে পড়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মূল ভবনটির বিভিন্ন অংশ ধসে পড়েছে। পাশের ভবনগুলোও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধার অভিযান শেষ করার পর মেয়র সাঈদ খোকন বলেন, ধ্বংসস্তুপগুলো যত দ্রুত সম্ভব সরানো হবে। এরই মধ্যে সেগুলো সরানোর কাজ শুরু করেছে সিটি করপোরেশন।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এমআইএইচ/এমইউএম/এসআরএস