বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাতে শহরের তেরীবাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহরাব জেলা সদরের ওই ইউনিয়নের দরুণবালি গ্রামের মৃত আব্দুল জব্বার তালুকদারের ছেলে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চেয়ারম্যান সোহরাব একই ইউনিয়নের মৌজেবালি গ্রামের রাহিম মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারকে (১২) অপহরণ করেন। ঘটনার সময় সুমাইয়া বাড়ির পাশে (নেত্রকোণা-মদন) সড়কের সাতবেড়িকান্দা এলাকায় হেঁটে চলে যায়। পরে সেখান থেকে সোহরাব শিশুটিকে মোটরসাইকেলে করে তোলে নিয়ে যাওয়ার সময় শহরের কুরপাড় এলাকা অতিক্রম করার সময় আব্দুস সালাম নামে পরিচিত এক ভদ্রলোক বিষয়টি দেখেন। পরে শিশুর বাবাকে বিষয়টি অবগত করেন তিনি। খবর শুনে সুমাইয়ার পরিবারের সদস্যরা সোহরাব চেয়ারম্যানের বাড়িতে যান। তাকে না পেয়ে পরিবারের লোকজন ও পরবর্তীতে মুঠোফোনে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন।
কিন্তু সুমাইয়া কোথায় আছে সেই সম্পর্কে জানেন না বলে স্পষ্ট জানিয়ে দেন চেয়ারম্যান সোহরাব। এদিকে ঘটনার তিনদিন পরও সুমাইয়ার কোনো সন্ধান না পেয়ে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোণা মডেল থানায় মামলা করেন (মামলা নম্বর ৪০) শিশুটির বাবা রাহিম।
দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে খুঁজে বের করা হবে এমন আশ্বাস দিয়ে ওসি আরও জানান, ইতোমধ্যে শিশুটি উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এসআরএস