শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কুয়াশা কটে গেলে সকাল ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সহ-ব্যবস্থাপক রুহুল আমিন বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে দুই ঘণ্টা পর কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় প্রায় অর্ধশত যানবাহন আটকা পড়েছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
জিপি