ফেনীর বনবিভাগ কর্তৃপক্ষ জানান, শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালিয়ে অবৈধভাবে আসা সেগুন ও গামারী কাঠবোঝাই এই ট্রাকটি জব্দ করেছে তারা।
এসময় ড্রাইভার-হেলপার পালিয়ে যান।
ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিলো। জব্দ করা ট্রাকটিতে প্রায় তিনশ’ ঘনফুট কাঠ রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। জব্দ ট্রাকসহ সেগুনকাঠ, গামারীকাঠ সামাজিক বনবিভাগ ফেনী কার্যালয়ে রয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসএইচডি/আরআর