ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু কৃষি প্রযুক্তি মেলা। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় ‘সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায়’ ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নোমানী ময়দান মাঠে এ মেলা শুরু হয়।  

‘সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায়’ জেলা কৃষি বিভাগ আয়োজিত এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

 

জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মো. রেজওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহিদুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. ওয়াহিদুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন প্রমুখ।

বাম থেকে বক্তব্য রাখছেন সাইফুজ্জামান শিখর ও একটি স্টলের মাশরুম।                                          ছবি: বাংলানিউজঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেন, বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতৃন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ সময় মত সরবরাহ করার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। খাদ্য উৎপাদন আরো বাড়াতে কৃষকদের পাশে থেকে তাদের আরো সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

কৃষি প্রযুক্তি মেলায় মোট ২০টি স্টলে বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তি প্রদর্শন ও কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল প্রদর্শিত হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।