শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে বাজিতপুর উপজেলার ঝুমাপুর গ্রাম থেকে ওই কিশোরকে আটক করা হয়।
রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, অন্তর ওই প্রতিবন্ধী কিশোরীকে প্রায় তিন মাস আগে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এরপর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে গেলে গ্রাম্য সালিশে অন্তরের পরিবার বিষয়টি মীমাংসার কথা বলে কালক্ষেপণ করে। পরে ওই কিশোরীর বাবা কিশোরগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আদালত থেকে অন্তরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে আটক করা হয়।
আটক অন্তরকে কিশোরগঞ্জ আদালতে পাঠানোর প্রক্রিয়া হচ্ছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
জিপি