ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে মাটিচাপায় শ্রমিক নিহত, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
হবিগঞ্জে মাটিচাপায় শ্রমিক নিহত, আহত ৫

হবিগঞ্জ: হবিগঞ্জের খোয়াই নদীর চরে মাটিচাপায় জনি মিয়া (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।
 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের গরুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জনি  শহরতলীর রিচি গ্রামের তৈয়ব আলী ছেলে।

বাংলানিউজকে আহতরা জানান, প্রতিদিনের মতো সকাল থেকে ওই এলাকায় খোয়াই নদীর চর থেকে মাটি উত্তোলন করতে নামেন ছয় শ্রমিক। গভীর গর্ত খুঁড়ে মাটি তোলার সময় হঠাৎ ওপরের অংশের মাটি তাদের ওপর ধসে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।  

আহতদের মধ্যে এখলাছুর রহমান (২৫) ও সুমন মিয়াকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তারা।

ওই হাসপাতালের মেডিকেল অফিসার দেবাশীষ দাশ জনির মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।