ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে পাটধা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের গাবতলী বাজার সংলগ্ন একটি বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম ওই উপজেলার পাটধা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

 

স্থানীয়রা জানান, ওই এলাকার এইচটি পপুলার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন চলছিলো। বেলা ১১টার দিকে মাইকের তারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আকরাম মারা যায়।  

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।