ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ১১ মাদক বিক্রেতার আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
বরিশালে ১১ মাদক বিক্রেতার আত্মসমর্পণ পুলিশের পেছনে আত্মসমর্পণকারী মাদকবিক্রেতারা, ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: মাদক বিক্রি ছেড়ে আলোর পথে ফিরে আসার অঙ্গীকার নিয়ে বরিশালের চিহ্নিত ১১ মাদক বিক্রেতা আত্মসমর্পণ করেছেন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ লাইন্সের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা।

পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে ফুল এবং বিশেষ পুরস্কার দিয়ে আত্মসমর্পণকারীদের বরণ করা হয়। পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক বিক্রেতা ও সেবীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আত্মসমর্পণকারীরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার শাহিন হাওলাদার, বাবুগঞ্জের মিরাজ হোসেন, উজিরপুরের মনির হোসেন সিকদার ও মিরাজ হোসেন, আগৈলঝাড়ার রুবেল ফকির, মেহেন্দিগঞ্জের পারভেজ হাসান, হিজলার নাজমুল হোসেন, বানারীপাড়ার রাজু হাওলাদার ও শামীম মৃধা ও গৌরনদীর কাজী ইব্রাহীম।

বাংলা‌দেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২৩, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।