ঢাকা: পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডের তিনদিন পেরোলেও এর আতঙ্ক কাটেনি এখনও। এলাকাটিতে বিদ্যুতের তারে আগুনের স্পার্ক দেখে আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আতঙ্কে পড়ে যান স্থানীয়রা। তারা ছোটাছুটি শুরু করে দেন মুহূর্তেই। আর এতে অন্তত সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলছে, এলাকাটিতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা করে কর্তৃপক্ষ।
এসময় বিভিন্ন জায়গায় আগুনের স্পার্ক দেখে আতঙ্কে এখানকার একটি মসজিদের মুসল্লিরা ছোটাছুটি শুরু করে দেন। তখন তাদের মধ্য থেকে সাতজন আহত হন।
এর আগে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে এলাকাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৬৭ জন। চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।