ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুকে নিয়ে দুই ডাকটিকিট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৮, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
বঙ্গবন্ধুকে নিয়ে দুই ডাকটিকিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফাইল ফটো

ঢাকা: জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তাকে নিয়ে দু’টি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট দু’টি অবমুক্ত করেন।

বাঙালির স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।

স্মারক ডাকটিকিট শনিবার থেকে ঢাকা জিপিওতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিপিও ও পোস্ট অফিসেও পাওয়া যাবে বলে ডাক বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গণভবনে ডাক টিকিট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রেস সচিব ইহসানুল করিম, ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময় ২৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এমইউএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।