ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোহাম্মদী হাউজিংয়ের গাড়িমুক্ত সড়কে শিশুদের বিনোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
মোহাম্মদী হাউজিংয়ের গাড়িমুক্ত সড়কে শিশুদের বিনোদন খেলাধুলায় মেতেছে ছোট্ট শিশুরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীতে বসবাসকারী বেশিরভাগ মানুষ অস্থিরতায় ভোগেন। এ সমস্যার অন্যতম কারণ বিনোদনের অভাব। আমাদের বিনোদনের যথেষ্ট পরিমাণ জায়গা নেই। সবুজ থেকে বঞ্চিত। যে পার্ক বা খেলার মাঠ আছে, তা জনসংখ্যার তুলনায় অতি নগণ্য। আর সুস্থ বিনোদনের ব্যবস্থা না থাকায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা।

তবে বিষয়টিকে মাথায় রেখে নিরলস কাজ করে যাচ্ছে কারফ্রি সিটি’স এলায়েন্স বাংলাদেশ, ইন্সটিটিউট অব ওয়েলবিইং, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। নিজ কমিউনিটিতে মাঝেমধ্যে রাস্তায় যান্ত্রিকযান বন্ধ রেখে বিনোদনের ব্যবস্থা করে তারা ইতোমধ্যেই বেশ প্রশংসিত।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) তারই অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদী হাউজিং সোসাইটির ২নং সড়ক যান মুক্ত রেখে শিশুদের খেলাধুলা, সাইক্লিং, স্কেটিংসহ সব বয়সী মানুষের বিনোদনের ব্যবস্থা করা হয়। এই আয়োজন চলে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আয়োজনে উপস্থিত ছিলেন- ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, ডেপুটি প্রোগাম ম্যানেজার নাজনীন কবির, ইনস্টিটিউট অব ওয়েলবিইংয়ের ভারপ্রাপ্ত নিবাহী পরিচালক দেবরা ইফ্রইমসন, কারফ্রি সিটি’স এলায়েন্স বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার শান্তনু বিশ্বাস ও পিপলস ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

এসময় গাউস পিয়ারী বলেন, মানুষ যন্ত্র নয়, তার বেঁচে থাকার জন্য বিনোদনের প্রয়োজন আছে। কিন্তু আমরা শহুরে মানুষকে বিনোদনে প্রাধান্য দিচ্ছি না। ফলে মানুষ ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। শহরের মানুষের মাঝে আরও বেশি আন্তরিকতা ও সংযোগ তৈরি করার জন্য গাড়িকেন্দ্রিক পরিকল্পনা বাদ দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে মানবিক শহর গড়তে আমাদের আরও বেশি উন্মুক্ত স্থান তৈরি করতে হবে।

পরে দেবরা ইফ্রইমসন বলেন, আমরা গাড়ির জন্য পার্কিংয়ের স্থান দিতে গিয়ে বিনোদন ও শিশুদের খেলার জায়গা নষ্ট করছি। শহুরে শিশুরা খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছে না। এ জন্য শিশুদের সুস্থ মানসিক বিকাশ হচ্ছে না। শিশুদের সামাজিকীকরণ ও বিনোদনের জন্য শহরে গাড়িমুক্ত সড়ক গড়ে তুলতে হবে।

নাজনীন কবির বলেন, গাড়িমুক্ত সড়কই যে একটি সুন্দর ও মনোরম বিনোদনের জায়গা হতে পারে, তা হয়তো অনেকে ভাবতেও পারেনি। অথচ যেখানে কমিউনিটি, সবাই ইচ্ছে করলে কলোনির দুই দিকের গেট বন্ধ রেখে শিশুদের খেলার ব্যবস্থা করে দিতে পারে। এভাবে সুন্দর বিনোদনের পাশাপাশি আমাদের শহরকে আরও উন্নত পরিবেশে গড়ে তোলা যেতে পারে।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের আয়োজনে প্রতি মাসের তৃতীয় শনিবার মোহাম্মদী হাউজিং সোসাইটি এবং প্রতি মাসের প্রথম শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে একটি নির্দিষ্ট সময়ের জন্য যান্ত্রিকযান বন্ধ রেখে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়।

বাংলাদেশ সময়: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এইচএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।