ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকের বাথরুমে নবজাতক উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ঢামেকের বাথরুমে নবজাতক উদ্ধার

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পাঁচতলার একটি বাথরুম থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

রোববার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে তাকে মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের ওই বাথরুম থেকে উদ্ধারের পর নবজাতক ওয়ার্ডের এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করা হয়।

ঢামেকে দায়িত্বরত আনসারদের প্লাটুন কমান্ডার (পিসি) মোসলেম উদ্দিন বাংলানিউজকে জানান, মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন বিভিন্ন রোগীর স্বজনরা ওই নবজাতককে দেখতে পেয়ে খবর দিলে আনসার সদস্যসহ সংশ্লিষ্টরা তাকে উদ্ধার করে।

এরপর তার ওজন মেপে দেখা যায়, ৮০০ গ্রাম।

ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।