ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশপুরে আনসার আল ইসলামের এক জঙ্গি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
মহেশপুরে আনসার আল ইসলামের এক জঙ্গি আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জসিম উদ্দিন (২৩) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক জঙ্গি সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

রোববার (২৪ ফেব্রুয়ারি) ভোরে বাবলা উপজেলার মাথাভাঙ্গা গ্রামের সরকারি প্রাইমারি বিদ্যালয়ের পেছনের মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক জসিম ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।

র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, জসিম উদ্দিন জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। নিজের নামে ফেসবুকে আইডি খুলে উগ্র জঙ্গি মতবাদ প্রচার করে আসছিল। তিনি ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট শেয়ার করতে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে ভোরের দিকে তাকে আটক করা হয়।  

এসময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।