ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৪ সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
খুলনায় হাসপাতাল থেকে দালাল চক্রের ৪ সদস্য আটক আটক চারজন

খুলনা: খুলনা সদর হাসপাতালের দালাল চক্রের চারজন সক্রিয় সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকেরা হলেন- মো. সাকিল (৩২),  মো. মিজানুর রহমান (৩৪), পরিতোষ কুমার সিকদার (৪৫) ও রেনুকা মহলদার (৩৮)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম সদর হাসপাতালের আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকদের কাছ থেকে বিভিন্ন ডাক্তার এবং ডায়াগনস্টিক সেন্টারের ৩৮৯টি কার্ড জব্দ করা হয়।  

জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকেরা দীর্ঘদিন যাবৎ খুলনা সদর হাসপাতালের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল থেকে দালাল চক্রের ছয় সদস্যকে আটক করে মহানগর ডিবি।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।