ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারের ইশতেহার বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
সরকারের ইশতেহার বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব কর্মশালায় বক্তব্যে রাখছেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেছেন, ‘গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে যে দল জয় পেয়েছে তাদের নির্বাচনী ইশতেহারই (মেনুফেস্টো) সরকারের ‘মেনুফেস্টো’। সরকারের ইশতেহার বাস্তবায়ন করা প্রশাসনের দায়িত্ব।’

রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের সদর রোডের বিডিএস মিলনায়তনে ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বরিশালে দিনব্যাপী এ কর্মশালায় আয়োজন করে।

  

আবুল কালাম আজাদ বলেন, নির্বাচনী ইশতেহারে (মেনুফেস্টো) ৩৩টি বিষয় ও ২০৫টি লক্ষ্য আছে। এগুলো বাস্তবায়ন করতে হবে।

কর্মশালায় বরিশাল বিভাগের ছয় জেলার উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।  

এদিকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে ও প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভিশন ইউনিটের সহযোগিতায় ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন’ বিষয়ক পৃথক এক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সকাল সাড়ে ১০টায় বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাশের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মশালায় বরিশাল বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা‌দেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ২৪, ২০১৯
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।