রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় ঈশ্বরদী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মধ্য অরনকোলা আলহাজ্ব ক্যাম্প গোরস্হান এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুর পৌনে ২টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
চুরি হওয়া শিশুটি ওই এলাকার রাজু ফার্নিচারের কাঠমিস্ত্রী শাহজামাল ও শায়লা জাহান দম্পতির দ্বিতীয় মেয়ে।
শিশুটির মা শায়লা জাহান (২৬) বাংলানিউজকে বলেন, রোববার দুপুর পৌনে ১২টার দিকে আমি ঘরের বিছানায় নুরীকে রেখে বাথরুমে কাপড় ধুতে যাই। একটু পরে বাথরুম থেকে বের হয়ে দুই বছরের বড় মেয়েকে ডাকতে পাশের বাড়ি যাই। পরে ফিরে এসে দেখি ঘরে নুরী নেই। এসময় আমার চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে অনেক খোঁজাখুজি করলেও তাকে কোথাও পাওয়া যায়নি।
এলাকাবাসী বলেন, সঙ্গে সঙ্গে এলাকার মসজিদ থেকে মাইকিং করে ঘটনাটি সবাইকে জানানো হয়েছে। আমরা বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই শিশুর পরিবার থেকে থানায় এখনো কোনো অভিযোগ দেয়নি। পুলিশ চুরি হওয়া বাচ্চা উদ্ধারের চেষ্টা করছে।
উল্লেখ্য ২০১৮ সালের ২২ নভেম্বর ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জন্মের কয়েক ঘণ্টা পরই একটি নবজাতক শিশু চুরি হয়। পরে ২৪ ঘণ্টা পর পুলিশ একটি আখ ক্ষেত থেকে নবজাতকটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
আরএ