রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি বাংলানিউজকে জানান র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আলী।
তিনি জানান, রোববার ভোরে শেরেবাংলা নগর থানাধীন স্টাফ কলোনি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেফতার আনন্দ চাকমার মেয়ে ইডেন কলেজে পড়াশোনা করে। সে ওই বাসায় সাবলেট থাকতো। গতমাসে চিকিৎসার জন্য মেয়ের বাসায় আসে আনন্দ। আমরা দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিলাম, গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মেজর মোহাম্মদ আলী বলেন, ইউপিডিএফ’র একটি গ্রুপের কেন্দ্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে শক্তিমান চাকমাকে খুন করা হয়। পরদিন শক্তিমান চাকমার অন্তেষ্ট্যিক্রিয়ায় যাওয়ার পথে তপন জ্যোতি চাকমাসহ ৫ জনকে খুন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
পিএম/জেডএস