রোববার (২৪ ফেব্রুয়ারি) বিএসটিআই’র সার্ভিল্যান্স দল এ মামলা দায়ের করে।
বিএসটিআই’র অভিযোগে বলা হয়েছে, কদমতলী এলাকার মেসার্স ফাতেমা আয়রন স্টোর ও মেসার্স নির্মাণ ট্রেডিং করপোরেশন বিএসটিআই থেকে ডিজিটাল প্লাটফর্ম স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ব্যবসা পরিচালনার অপরাধে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এছাড়া হাটখোলা রোডের টিকাটুলি এলাকার মেসার্স আদি বনফুলে ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ও চৌধুরী শপিংমলের মেসার্স গুলজার হোসেন ক্লথ স্টোর কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজ কাঠি ব্যবহার করায় তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই’র সহকারী পরিচালক রেজাউল করিম, মোন্নাফ হোসেন, পরিদর্শক লিয়াকত হোসেন ও বিল্লাল হোসেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসই/আরবি/