রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা মো. সফিউল্লাহ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ২৭ নম্বর পিআইসির সভাপতি আলী আহমদ, ৩ নম্বর পিআইসির সাধারণ সম্পাদক মনজু মিয়া, ১১ নম্বর পিআইসির সাধারণ সম্পাদক আবুল খায়ের ও ১২ নম্বর
পিআইসির সাধারণ সম্পাদক মীর হোসেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের জামখলা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে ধীর গতি ও নানা অনিয়ম হচ্ছিল। কাজের দ্বায়িত্বে থাকা চারটি পিআইসির কমিটিকে বার বার কাজ স্বচ্ছ ও দ্রুত শেষ করার তাগিদ দেয়া হয়। কিন্তু প্রশাসনের কথা না শোনায় চারটি পিআইসির সভাপতি ও তিন সাধারণ সম্পাদককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত গঠন করে তাদের দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বিচারক মো. সফিউল্লাহ বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
আরএ