ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্নীতিমুক্ত হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে: পাটমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
দুর্নীতিমুক্ত হয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে: পাটমন্ত্রী বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত আলোচনা, ছবি: বাংলানিউজ

ঢাকা: দুর্নীতিমুক্ত হয়ে কাজ করলে প্রত্যেকটি সংস্থা এগিয়ে যাবে, এতে দেশ উন্নত হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেছেন, তাঁত শিল্পকে রক্ষা করার জন্য সব ধরনের কার্যক্রম নেওয়া হবে। এজন্য তাঁতের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে।

দেশের তাঁত শিল্পকে বিশ্বে ব্র্যান্ডিং করতে হবে। বেনারসি, জামদানি এবং তাঁত আমাদের জাতীয় সম্পদ।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ তাঁত বোর্ড আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী।

গোলাম দস্তগীর গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ হিসেবে তৈরি করার প্রয়াসে কাজ করছেন। আমরা প্রত্যেকে যদি দুর্নীতিমুক্ত হয়ে কাজ করি, তাহলে প্রতিটি সংস্থা এগিয়ে যাবে। আর এর সুফল ভোগ করবে দেশবাসী। এজন্য দুর্নীতিকে না বলতে হবে। তাঁত বোর্ডকেও দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে হবে, এর সুফল ভোগ করবেন দেশের তাঁতীরা।

গোলাম দস্তগীর গাজী বলেন, তাঁত শিল্পীদের প্রয়োজনীয় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা, ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট/কেন্দ্র স্থাপন, ঐতিহ্যবাহী মসলিন সুতা তৈরির প্রযুক্তি পুনরুদ্ধারের পরিকল্পনা, প্রান্তিক তাঁতীদের সুবিধার্থে ঋণের ব্যবস্থা করার মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।

আলোচনা শেষে বস্ত্র ও পাট মন্ত্রী ২০১৬, ১৭ ও ১৮ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তাঁত বোর্ডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের হাতে মেরিট সার্টিফিকেট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বোর্ডের অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।