ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চকবাজারে অগ্নিকাণ্ড: শোক পালন করছে জাতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
চকবাজারে অগ্নিকাণ্ড: শোক পালন করছে জাতি রাজশাহীর সরকারি ভবনে জাতীয় পতাকা ও শোকের পতাকা অর্ধনমিত করা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোক পালন করছে জাতি। বিভাগীয় শহর রাজশাহীতেও পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত-বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।  রাজশাহীতেও এভাবে শোক পালন করতে দেখা গেছে।

রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের বাংলানিউজকে জানান, রোববার (২৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো আদেশ মেনে সকাল থেকে দেশের অন্যান্য জেলার মতো রাজশাহীতেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।  

এর আগে গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৭ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।