চিকিৎসাধীন মা মরিয়ম ও মেয়ে তানজিনা। ছবি: বাংলানিউজ
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ঝাঁড়গা গ্রামে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মা ও মেয়ের ওপর এসিড নিক্ষেপ করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একই এলাকার আমজাদ ও মোস্তাফার মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার ঝাঁড়গা গ্রামের গুঞ্জরাহাটে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়।
এসময় আমজাদের পরিবারের লোকজন মোস্তাফার পরিবারের লোকজনের ওপর চড়াও হয়। খবর শুনে মোস্তাফার স্ত্রী মরিয়ম ও এসএসসি পরীক্ষার্থী মেয়ে তানজিনা ঘটনাস্থলে এলে তাদের মারধর করে আমজাদের লোকজন। একপর্যায়ে আমজাদের পক্ষের লোকজন এসিড নিক্ষেপ করলে ঝলসে যায় তানজিনা ও তার মা মরিয়ম।
স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুব্রত কুমার সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা ও মেয়ে দু’জনেই চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।