ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝড়ে নিঝুম দ্বীপের শতাধিক বাড়ি বিধ্বস্ত, নিখোঁজ ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
ঝড়ে নিঝুম দ্বীপের শতাধিক বাড়ি বিধ্বস্ত, নিখোঁজ ২০

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে কাল বৈশাখী ঝড়ে অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় মেঘনা নদীতে ২০ জেলেসহ পাঁচটি মাছ ধরা নৌকা নিখোঁজ হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন বাংলানিউজকে বলেন, একঘণ্টার ঝড়ে দ্বীপের তিন শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত ও বিভিন্নস্থানে খোলা মাঠে শুকাতে দেওয়া অন্তত ২০ হাজার মন শুটকি নষ্ট হয়ে গেছে।

এছাড়াও নদীতে মাছ ধরা অবস্থায় ২০ জেলেসহ পাঁচটি নৌকা নিখোঁজ হয়।

অপরদিকে, হাতিয়ার তমরদ্দিঘাট থেকে চেয়ারম্যান ঘাটে আসার পথে ১০০ মণ ধান বোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে ডুবে যায়। এছাড়াও মেঘনায় সাতজন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেলেও নৌ-বাহিনীর একটি দল তাদের উদ্ধার করে।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ আলম বাংলানিউজকে জানান, ঝড়ে নিখোঁজ জেলেদের উদ্ধারের বিষয়ে কাজ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির হিসেব নিরুপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহায়তা দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।