সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ২০১২ সালের মার্চ মাসে পলাশ আহমেদ ও তার একজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছিল।
র্যাবের ক্রিমিনাল ডাটাবেজ অনুযায়ী তার জন্মসাল ১৯৯৪। অর্থাৎ ২০১২ সালে গ্রেফতারের সময় তার বয়স ছিল ১৮ বছর। সে সময় গ্রেফতারের পর সে নিজেকে বিবাহিত দাবি করেছিল। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমানের। সে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী ছিল।
রোববার (২৪ ফেব্রুয়ারি) ঘটনার পর র্যাব-৭ ঘটনাস্থলে যায়। র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ করে। পলাশের শরীরে বিস্ফোরক সদৃশ যা পাওয়া গেছে সেটাতে কোনো বিস্ফোরক ছিল না। এটা ফেক একটা জিনিস ছিল, যেখানে ভুয়া তার-সার্কিট দিয়ে ভেস্টের মতো তৈরি করেছিল।
*** প্লেন ছিনতাইচেষ্টাকারী র্যাবের ‘অপরাধী তালিকার পলাশ’
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
পিএম/জেডএস