সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে ভবনটি হেলে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার কামরুল হাসান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই ভবনটি এক থেকে দেড় ফিট হেলে পড়েছে। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এজেডএস/আরবি/