ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাওর হিসেবে ৩ উপজেলা অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
হাওর হিসেবে ৩ উপজেলা অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন মানববন্ধন। ছবি:বাংলানিউজ

সিলেট: হাওর উপজেলা হিসেবে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপনে তাহিরপুর, জামালগঞ্জ, দিরাই’সহ হাওরাঞ্চলের কয়েকটি উপজেলার নাম বাদ পড়েছে। আর এ বাদ পড়া উপজেলাগুলোকে প্রজ্ঞাপনে যুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর সঞ্চালনায় মানববন্ধনে সিলেটে বসবাসরত হাওর এলাকার জনগণ ও সিলেটের সুধীমহল উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- 'তাহিরপুর, জামালগঞ্জ, দিরাইয়ের মত হাওরাঞ্চলের পিছিয়ে পড়া উপজেলাগুলো সরকারি তালিকা থেকে বাদ পরা বিস্ময়কর। এতে এসব উপজেলাগুলো নানা সরকারি বেসরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। তাই অবিলম্বে প্রজ্ঞাপনটি সংশোধন করে হাওরাঞ্চলের বাদপড়া উপজেলাগুলোকে তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। '

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের ব্যাপারে খুবই আন্তরিক। তিনি সবসময় হাওরবাসীর পাশে রয়েছেন। হাওর উপজেলা হিসাবে সুবিধাবঞ্চিত এলাকাগুলোকে সরকারিভভাবে বিশেষ সুবিধা দেওয়ার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। কিন্তু আমরা চাই সুবিধাবঞ্চিত হাওরের অন্যান্য উপজেলাগুলোও যেন এই সুবিধা পায়। তাই তাহিরপুর, জামালগঞ্জ, দিরাইসহ অন্যান্য উপজেলাগুলোকে এই তালিকায় সংযুক্ত করার দাবি জানাচ্ছি। '

এর আগে ১৯ ফেব্রুয়ারি সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে পার্বত্য অঞ্চল বহির্ভূত ১৬ টি উপজেলাকে হাওর/দ্বীপ/চর এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এ তালিকায় সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার স্থান পেলেও বাদ পড়ে তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাই।

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘন্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এনইউ/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।