ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খেলাঘরের দিনব্যাপী আঞ্চলিক সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৪, মার্চ ৯, ২০১৯
খেলাঘরের দিনব্যাপী আঞ্চলিক সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা খেলাঘরের কর্মশালা।

ঢাকা: খেলাঘর কেন্দ্রীয় কমিটির ঢাকা আঞ্চলিক সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) রাজধানীর শান্তিনগরে খেলাঘর কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

খেলাঘর ঢাকা মহানগরী কমিটির ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার।

কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর সভাপতি সাংবাদিক শ্যামল দত্তের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে জাতীয় সংগীত ও খেলাঘরের গান পরিবেশন করে শিশুরা। গান পরিবেশন করেছে শিশুরা।                                         চারটি অধিবেশনে বিভক্ত কর্মশালায় খেলাঘরের গঠনতন্ত্র-সাংগঠনিক শৃঙ্খলা ও বাঙালি সংস্কৃতির ইতিহাস, বর্তমান প্রেক্ষাপটে খেলাঘর আন্দোলন, সমাজ সভ্যতার ক্রমবিকাশ এবং খেলাঘর-সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস-ঐতিহ্য ও আমাদের পূর্বসুরীদের আদর্শ নিয়ে প্রশিক্ষণ দেন যথাক্রমে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও অধ্যাপক প্রণয় সাহা, শিক্ষাবিদ ড. রতন সিদ্দিকী ও একুশে পদকপ্রাপ্ত মাহমুদ সেলিম।

বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব, আলোচনা ও প্রশিক্ষণে সহায়ক ভূমিকা পালন করেন খেলাঘর কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম, আব্দুল মতিন ভূঁইয়া, নাজমুল আহসান অপু, হাসান তারেক ও হান্নান চৌধুরী, মানিকগঞ্জ জেলা কমিটিরসহ সভাপতি জগদীশ মালো, গাজীপুর জেলা কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরী। খেলাঘরের প্রশিক্ষণ কর্মশালা। চার জেলার সংগঠকদের স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগরী কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ, কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবুল ইসলাম বাবু।

কর্মশালার সঞ্চালনা করেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অশোকেশ রায়, সুনীল কুমার সরকার মিন্টু, হাফিজুর রহমান মিন্টু ও আব্দুল মান্নান এবং সদস্য শামিম আহমেদ।

কর্মশালায় অংশগ্রহণ নেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের দেড় শতাধিক সংগঠক, খেলাঘরের ভাই-বোন ও অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।