ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় আফজালের দুটি প্লট ক্রোক করলো দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, মার্চ ২০, ২০১৯
খুলনায় আফজালের দুটি প্লট ক্রোক করলো দুদক

খুলনা: নির্দেশনা পাওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাব রক্ষক আফজাল হোসেনের খুলনার দুটি প্লট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২০ মার্চ) দুপুরে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) মুজগুন্নী আবাসিক এলাকার ৬৫১ ও ৬৫২ নম্বর প্লট দুটি ক্রোক করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন দুদকের কর্মকর্তারা।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান বাংলানিউজকে জানান, ঢাকা থেকে আফজাল হোসেনের দুটি প্লট ক্রোকের নির্দেশ আসার পর তারা অভিযান শুরু করেন।

খালিশপুর মৌজার মুজগুন্নী আবাসিকে আফজাল হোসেনের ৫ কাঠা ও ৩ কাঠার দুটি প্লট রয়েছে।  

যার বর্তমান মূল্য কোটি টাকারও বেশি। প্লট দুটি বর্তমানে ফাঁকা পড়ে আছে। সেখানে সম্পত্তি ক্রোকের সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। ক্রোকের আদেশের পর এসব সম্পত্তি কেনাবেচা করা যাবে না।

আদালতের আদেশে গত ১৬ মার্চ রাজধানীর উত্তরায় আফজাল হোসেনের ৫ তলা ও ৬ তলা দুটি বাড়ি ক্রোক করে দুদক।

বাংলাদেশসময়: ১৭১০ ঘণ্টা,  মার্চ ২০,  ২০১৯
এমআরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।