ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নওগাঁয় হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, মার্চ ২৩, ২০১৯
নওগাঁয় হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা  দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারী ও পুরুষ। ছবি: বাংলানিউজ

নওগাঁ: স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে নওগাঁয় হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ মার্চ ) সকালে শহরের সার্কিট হাউজ চত্বর থেকে যৌথভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেন।  

জেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতা সার্কিট হাউজ থেকে শুরু হয়ে ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শহরের স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

যেখানে হাজারো নারী-পুরুষের মধ্য থেকে মাত্র ৩০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষ বিশেষ করে বর্তমান প্রজন্মকে দেশ গঠনে সচেতন করা এবং পাশাপাশি নিয়মিত সকালে হাঁটাসহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে মানুষের কাছে মেসেজ পৌঁছে দিতে এ আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।