ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, মার্চ ২৩, ২০১৯
খাগড়াছড়িতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল।
 
অনুষ্ঠানে বিচারক, ম্যাজিস্ট্রেট, সাক্ষীসহ আদালত চত্বরের নিরাপত্তা বিধানের বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা প্রতিপালন হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আশুতোষ চাকমাসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)।
 
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।