ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বনানীতে নিহত মামুনের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, মার্চ ২৯, ২০১৯
বনানীতে নিহত মামুনের দাফন সম্পন্ন বনানীর অগ্নিকাণ্ডে নিহত মামুনের জানাজা সম্পন্ন। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: ঢাকার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আব্দুল্লাহ্ আল মামুনের (৪৭) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। পৃথক দুইটি জানাজার পর তার মরদেহ জন্মস্থান দিনাজপুরে দাফন করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) দুপুর ২টায় দক্ষিণ বালুয়াডাঙ্গা মিনার জামে মসজিদের ঈদগাহ মাঠে বাদ জুমা তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল মানুষ উপস্থিত হয়।

এর আগে সকাল ১১টায় মামুনের গ্রামের বাড়ি বিরল উপজেলার কালিয়াগঞ্জের মিরাবনে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাজায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু অংশ নেন। জানাজার নামাজ পরিচালনা করেন দক্ষিণ বালুয়াডাঙ্গা মিনার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আতাউর রহমান।

শুক্রবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরে আনা হয় মামুনের মরদেহ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) ঢাকার বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন মামুন। দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার প্রাক্তন ফরেস্ট অফিসার মরহুম আবুল কাশেমের ছেলে মামুন হ্যারিটেজ এয়ার লাইন্সের চিফ একাউন্টেন্ট ছিলেন।

বাংলাদেশে সময়: ১৭৫৬, মার্চ ২৯, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ