সোমবার (৯ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জব্দকৃত জাটকা স্থানীয় অসহায়, হতদরিদ্র ও এতিমাখানায় বিতরণ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান ও কন্টিনজেন্ট কমান্ডার (সিনিয়র চিফ পেটি অফিসার) সৈয়দ দীন ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ ও কোস্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলের বেতুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লঞ্চে তল্লাশি চালিয়ে ৮০০ কেজি (২০ মণ) জাটকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, নদীতে সব ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা দমনে চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আরএ