মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘কোয়ালিশন ফর দ্য আরবান পুওর’ নামক সংগঠনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দেশ ক্রমেই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
তারা বলেন, বস্তি, ঝুপড়ি ও পথবাসীদেরও বেঁচে থাকার অধিকার আছে। তাদেরও শিক্ষার অধিকার আছে, সামাজিক সুরক্ষা, পানি, পয়ঃনিষ্কাশন ও নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, এই বৃহৎ জনগোষ্ঠীর মৌলিক অধিকার বাস্তবায়ন করুন।
মানববন্ধন পরিচালনা করেন কোয়ালিশন ফর দ্য আরবান পুওর’র নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত। মানববন্ধনে বস্তি, ঝুপড়ি ও পথবাসী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
ইএআর/এসএ