ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কা‌লিয়া‌কৈ‌রে যুব‌কের মর‌দেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, ডিসেম্বর ১০, ২০১৯
কা‌লিয়া‌কৈ‌রে যুব‌কের মর‌দেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্ধ এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (১০ ডি‌সেম্বর) দুপুরে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়। নিহ‌তের পরনে জিন্সের প্যান্ট, ফুলহাতা শার্ট, সোয়েটার ও এক‌টি চাদর রয়েছে।

কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির ইনচার্জ প‌রিদর্শক মো. মোজাম্মেল হক জানান, কালিয়াকৈরের ঠেঙ্গারবান্ধ এলাকায় চা-বাগান সড়‌কের পা‌শে ওই যুবকের মর‌দেহ প‌ড়ে থাক‌তে দে‌খে স্থানীয়রা। প‌রে পু‌লি‌শে খবর দেয়। খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার করা হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের একা‌ধিক চিহ্ন রয়েছে। প‌রে মর‌দেহ ময়নাতদ‌ন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তা‌কে হত্যা করে মর‌দেহ ওই এলাকায় ফেলে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।