ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চরফ্যাশনে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৮, ডিসেম্বর ১০, ২০১৯
চরফ্যাশনে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

ভোলা: ‘স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট, এ স্লোগানে ভোলার চরফ্যাশনে নির্মাণ শ্রমিকদের নিয়ে রাজসভা করেছে কিং ব্র্যান্ড সিমেন্ট। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আঞ্জুরহাট বাজারে এ কর্মশালার আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট কর্তৃপক্ষ।

রাজসভা প্রধান অথিতি ছিলেন কিং ব্র‍্যান্ড সিমেন্টের বরিশাল ডিভিশনাল সেলস সিনিয়র ম্যানেজার কবির আহমেদ।

কিং ব্র‍্যান্ড সিমেন্টের ডিলার মনির ট্রেডার্সের প্রোপাইটর মনির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কিং ব্র‍্যান্ড সিমেন্টের বরিশাল এরিয়া ম্যানেজার ফয়সাল পারবেজ, ভোলা এরিয়া ম্যানেজার মশিউর রহমান ও ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।

রাজসভা ৭০ জন নির্মাণ শ্রমিক অংশ নেন। পরে তাদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নির্মাণ শ্রমিকদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ বলেন, বাংলাদেশে উৎপাদিত কিং ব্র্যান্ড সিমেন্ট গুণগতমানে স্থায়িত্ব অন্য যেকোনো সিমেন্টের চেয়ে অনেক বেশি।
নির্মাণ শ্রমিকদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাস্পেইন
এর আগে ‘নির্মাণের কারিগর-সুস্থ থাকুন জীবনভর’ এ স্লোগান নিয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাহাবুব কবিরের তত্ত্বাবধানে নির্মাণ শ্রমিকদের ‘ফ্রি’ স্বাস্থ্য সেবার ক্যাস্পেইন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।