শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কালো পতাকা হাতে তিনি অবস্থান শুরু করেন।
এ সময় তার গায়ে 'শেম সিএবি', 'শেম মোদি', 'নাগরিকত্ব আইন মানবতার বিপর্যয়' স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ঝুলিয়ে রাখতে দেখা যায়।
হানিফ বাংলাদেশি বাংলানিউজকে বলেন, ভারতের বিতর্কিত সিএবি আইন পাস হয়েছে, যাতে একজন বাংলাদেশি হিসেবে আমি উদ্বিগ্ন। এমনিতেই রোহিঙ্গাদের নিয়ে আমরা নানা সমস্যায় জর্জরিত, এর উপরে প্রতিদিন ভারত থেকে মানুষ বাংলাদেশে আসছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।
তিনি বলেন, আমি ভারতবিরোধী নই। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমাদের বন্ধুত্ব অটুট থাকুক। তবে মানবাধিকারের বিষয় লক্ষ্য রেখে সিএবি আইন রহিত করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ৫ দিন আগে সিএবি আইন বাতিলের দাবিতে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিতে গেলে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে গ্রেফতার করে পরে রাতে ছেড়ে দেয়।
বাংলাদেশ সময় ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
ডিএন/এসএইচ