ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
হাতিয়ায় ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে ইয়াবাসহ মঞ্জু রানী দাস (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার নলচিরা ইউনিয়নের দাসের এলাকা থেকে তাকে আটক করা হয়।  

কোস্টগার্ড জানায়, দীর্ঘদিন ধরে মঞ্জু তার নিজ বাড়িতে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা তাকে আটক করে। এ সময় মঞ্জুর বাড়িতে অবস্থান করা কয়েকজন সহযোগী কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে নারী আনসার সদস্যের সহযোগিতায় মঞ্জুর কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ও নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়।
  
হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসান বাংলানিউজকে জানান, আটকের পর মঞ্জুকে জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থ এবং একটি মোবাইল ফোনসহ হাতিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে কোস্টগার্ড বাদী মঞ্জুর বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।