ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ১০৬ কেজি গাঁজাসহ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
বরিশালে ১০৬ কেজি গাঁজাসহ নারী আটক

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে ১০৬ দশমিক ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

আটক ওই নারীর নাম শাহানাজ বেগম (৪২)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মো. আলী আকবর শিকদার ও শাহানাজ বেগম দম্পতির বাড়িতে অভিযান চালায়।

আটক নারী মাদক ব্যবসায়ী

র‌্যাব জানায়, ঘটনাস্থলে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শাহানাজ বেগমকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যানুযায়ী, বসত ঘরের উত্তর পাশের মাটির গর্ত হতে ৫টি প্লাস্টিকের বস্তার ভেতর সংরক্ষণ করে রাখা ১০৬ দশমিক ৩ কেজি গাঁজা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করে।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আনোয়ারুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।