ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

ঢাকা: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সমাবেশ ও প্রদীপ প্রজ্জ্বলন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে এ প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

 

বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি রোকেয়া প্রাচী, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, অভিনেত্রী শাহনুজ, তারিন জাহান, নূতন, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার ৯ মাসের মাথায় যখন বাঙালি জাতি বিজয়ের দ্বারপ্রান্তে তখন পাকস্তানি হানাদার বাহিনী এ দেশকে মেধাশূন্য করতে আমাদের বুদ্ধিজীবীদের বেঁচে বেঁচে হত্যা করে। এ নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আমাদের পঙ্গু করে দিতে চেয়েছিল, বিজয়কে ধুলিসাৎ করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। আমরা বিজয় লাভ করেছি। আজ এ দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের বুদ্ধিজীবীদের স্মরণ করছি, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯ 
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।