ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৩১) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাধুহাটী-তৈলটুপি সড়কের রিশখালী নাওমারা মাঠে এ দুর্ঘটনা ঘটে। রাত ৮টার সময় কুষ্টিয়া সদর হাসপাতালে তিনি মারা যান।

 

মৃত ইসমাইল হোসেন ওই উপজেলার ভোড়াখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।  

হরিণাকন্ডুু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জান বাংলানিউজকে জানান, ইসমাইল মোটরসাইকেলে সাধুহাটী থেকে হরিণাকুন্ডুু শহরের দিকে যাচ্ছিল। পথে নাওমারা মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পঠায়। পরে রাত ৮টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।