ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুদ্ধিজীবীদের স্মরণে কুষ্টিয়ায় মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
বুদ্ধিজীবীদের স্মরণে কুষ্টিয়ায় মোমবাতি প্রজ্জ্বলন

কুষ্টিয়া: ’৭১-এর শহীদ বুদ্ধিজীবী স্মরণে কুষ্টিয়ায় স্বাধীনতা চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কুষ্টিয়া পৌরসভার স্বাধীনতা চত্বরে মোমবাতি জ্বালিয়ে নিরবতা পালনসহ দিবসটির তাৎপর্য তুলে ধরেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।  

সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শহীদুর রহমান, জেলা জাসদ সভাপতি হাজি গোলাম মহসিন, ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক হাফিজ সরকার, বাসদ কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমরেড শফিউর রহমান শফি, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, জেলা শাখার সাধারণ সম্পাদক ও গণমাধ্যমকর্মী শরীফ বিশ্বাস, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী হাসান আলী, যুবনেতা মাহবুব হাসান, সাংস্কৃতিক সংগঠক কনক চৌধুরী, ফেয়ারের পরিচালক দেওয়ান আখতারুজ্জামান, ছাত্রনেতা রাশিব রহমান, জ্যোতি ফাউন্ডেশনের শামীম আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।