ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে তীব্রতা বাড়ছে শীতের, আরও কমবে তাপমাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
পঞ্চগড়ে তীব্রতা বাড়ছে শীতের, আরও কমবে তাপমাত্রা

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড় ও হিমালয়ের পাদদেশে অবস্থিত উপজেলা তেঁতুলিয়ায় আগামী একমাসের মধ্যে আবারও শীতের তীব্রতা বাড়বে। এদিকে দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বিকেলের পর থেকে রাত ও সকালে অনেকটা কমে আসছে তাপমাত্রা। 

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রোববার (১৫ ডিসেম্বর) থেকে আগামী বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনেকটা কম থাকবে তাপমাত্রা। এককথায় রাতে শীতের তীব্রতা ও কুয়াশা অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে গত সাত দিনে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি এবং গড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস।  

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৫ ডিগ্রি এবং শনিবার (১৪ ডিসেম্বর) সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।