ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইটনায় আগুনে পুড়লো ৯ দোকান-বসতবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ইটনায় আগুনে পুড়লো ৯ দোকান-বসতবাড়ি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনায় অগ্নিকাণ্ডে সাত দোকান ও দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। 
 

রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলায় জয়সিদ্ধি বাজারের এ আগুন লাগার ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, সকালে জয়সিদ্ধি বাজারের পারভেজ ঠাকুরের লেপ-তোষক তৈরির দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এসময় মুহূর্তের মধ্যে নয়টি দোকান ও দুইটি বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে মালামালসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতির দাবি ক্ষতিগ্রস্তদের।  

খবর পেয়ে ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা আক্তার, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।