ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৃতদের নামে বয়স্ক ভাতা উত্তোলন, ইউপি চেয়ারম্যান বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
মৃতদের নামে বয়স্ক ভাতা উত্তোলন, ইউপি চেয়ারম্যান বরখাস্ত স্থানীয় সরকার বিভাগ

ঢাকা: ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলাধীন সাত নম্বর ঘোগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লেবুকে দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মৃত ব্যক্তিদের নামে বয়স্ক ভাতা উত্তোলন করে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং তার অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৪(১) অনুযায়ী কামরুজ্জামান লেবুকে তার পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।

সেই সঙ্গে কেন তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর  ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র-প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এমআইএইচ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।