ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টিকিট না পেয়ে যাত্রীকে মারধর করলেন টিসি, সঙ্গ দিল পুলিশও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
টিকিট না পেয়ে যাত্রীকে মারধর করলেন টিসি, সঙ্গ দিল পুলিশও

দিনাজপুর: ট্রেনের টিকেট না পেয়ে সোহান নামে এক যাত্রীকে প্লাটফর্মে মারধর করেন দায়িত্বরত টিকিট কালেক্টর (টিসি)। তখন টিসির সঙ্গে সঙ্গ দেয় কয়েকজন পুলিশ সদস্য। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ওই টিসি জামার কলার ধরে টানা হেঁচড়া করছেন এবং মারধর করছেন। সেই সঙ্গে মারধর করছেন টিসির সহযোগিরাও।

ওই সময় উপস্থিত পুলিশ সদস্যরাও টিসির সঙ্গ দেয়।

যাত্রী সোহাগ নীলফামারীর সৈয়দপুর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা। তিনি অভিযোগ করে বলেন, টিকিট না কাটলেও পুলিশকে তিনি টাকা দিয়েছেন।

জানা যায়, জয়পুরহাটের পাঁচবিবি থেকে সোহান নামে এক যাত্রী রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে পার্বতীপুর নামেন। সেখানে দায়িত্বরত টিসি তার কাছে টিকিট দেখতে চান। এ সময় সোহান পুলিশকে টাকা দিয়েছেন বলে জানান। পুলিশকে কেন টাকা দিয়েছে এ নিয়ে বাক-বিতণ্ডা হয় টিসির সঙ্গে। তখন টিসির গায়ে হাত দেওয়ার অভিযোগ তুলে সোহানকে মারধর করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।