ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাবতলীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
গাবতলীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত (৪০) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন শফিউল নামে এক ব্যক্তি। তিনি বাংলানিউজকে বলেন, আমি শ্যামলী বাস কাউন্টারের টিকিট মাস্টার। টার্মিনালের সামনে ঠিকানা পরিবহনের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে শুনি। এটি শুনে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির পরনে ছিল পাঞ্জাবি ও লুঙ্গি।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।