ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৯
প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ গ্রেফতার দু’জন পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের চৌগাছা উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটক দু’জন হলেন- সাগর আহাম্মেদ (১৮) ও তার সহযোগী সজীব রহমান হৃদয় (১৮)।

সাগর উপজেলার পাশাপোল (মাঝেরপাড়া) গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে ও সজীব পৌরসভার জিওলগাড়ি (বেলেমাঠ) গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

এ ঘটনায় শনিবার (১৪ ডিসেম্বর) ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চৌগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।  

মামলা সূত্রে জানা যায়, গত দুই মাস আগে সাগরের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। এরপর থেকে প্রতিদিনই তাদের মধ্যে ফেসবুকে কথা হতো। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ ডিসেম্বর সকালের দিকে সাগর তাকে দেখা করার প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী সে উপজেলার জগদীশপুরের একটি খামারে দেখা করতে যায়। পরে তাকে ফুসলিয়ে সাগর একটি প্রাইভেটকারে তুলে নিয়ে সজীবের সহায়তায় তাকে ধর্ষণ করেন। পরে সজীবও তাকে ধর্ষণের চেষ্টা করলে স্কুলছাত্রীর চিৎকারে প্রাইভেটকারের চালক তাকে উদ্ধার করে তার বাড়ির পাশের একটি বাজারে নামিয়ে দেন। এ সময় সাগর স্কুলছাত্রীকে হুমকি দিয়ে বলেন ধর্ষণের ঘটনা তারা ভিডিও করে রেখেছেন। এ ঘটনা কাউকে জানালে তা ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বাংলানিউজকে বলেন, এ ঘটনায় গ্রেফতার দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  

পরীক্ষা-নিরীক্ষার জন্য স্কুলছাত্রীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি রাজিব।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।